বাবা হচ্ছেন জাস্টিন বিবার

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৪, ১৬:৫২
শেয়ার :
বাবা হচ্ছেন জাস্টিন বিবার

বাবা হচ্ছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে ভক্তদের এই সুখবর দেন তিনি।

বেশ কিছুদিন ধরেই বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। আগেও একাধিকবার হেইলি বিবারের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। এবার বিবরি নিজেই সুখবর দিলেন। তিনি বলেন, তিনি ও তার স্ত্রী হেইলি বিবার সন্তানের জন্য অপেক্ষা করছেন।

একসময় বহুল আলোচিত সম্পর্ক ছিল জাস্টিন বিবার ও পপতারকা সেলেনা গোমজের। দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাদের। তারপরই ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। ২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন।