জামিন পেলেন কেজরিওয়াল
অবশেষে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ শুক্রবার দেশটি শুক্রবার তাকে ১ জুন পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনের আদেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, জামিনে থাকার সময় তিনি ভারতে চলমান লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে অংশ নিতে পারবেন।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। তারপর থেকে তিনি কারাগারেই রয়েছেন এবং সেখান থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ভারতে গত ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সাত দফায় এই ভোট গ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার সুপ্রিমকোর্টের বিচারপতিরা বলেন, তাকে জামিন দিলে অন্য সংকট তৈরি হতে পারে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি তা সরাতে পারেন। তাই জামিন দেওয়া হলেও কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হিসেবে কোনো ফাইলে সই করতে পারবেন না। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি তখন দাবি করেছিলেন বলেন, আবগারি নীতিসংক্রান্ত কোনো সরকারি নথিতে সই করবেন না তিনি। তবে বিচারপতিরা বলেন, ডিভিশন বেঞ্চ জানিয়ে দেন, ‘আমরা চাই না, তিনি কোনো রকম সরকারি কর্তব্য পালন করুন। সরকারি কাজে কোনো রকম হস্তক্ষেপ হোক, তা আমরা চাই না।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তবে আজ রায় ঘোষণার সময় এমন বিষয় নিয়ে আলাপ করেননি বিচারপতিরা।