চাকরিচ্যুতদের পুনর্বহাল করল এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৪, ১৪:১৭
শেয়ার :
চাকরিচ্যুতদের পুনর্বহাল করল এয়ার ইন্ডিয়া

ছাঁটাইয়ের ২৪ ঘণ্টার মধ্যে আবার কর্মীদের পুনর্বহাল করল ভারতের এয়ারলাইন্স প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া। বরখাস্ত করা সবাইকে পুনর্বহাল করার চিঠি পাঠিয়েছে এয়ারলাইনটির ব্যবস্থাপনা বিভাগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রায় ৩০০ কর্মী ফোন করে অসুস্থতার জন্য ছুটি চান এবং নিজেদের ফোন বন্ধ করে দেন। কর্মীদের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে ৩০ জন সিনিয়র কেবিন ক্রুকে ছাঁটাই করে এয়ার ইন্ডিয়া। জানা গেছে, ‘অসুস্থ’ সেই কর্মীরাও পুনরায় অফিসে যোগ দিচ্ছে। 

এই অস্থিরতায় বুধবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১৭০ টিরও বেশি ফ্লাইট বাতিল হয়ে যায়। কার্যত মুখ থুবড়ে পড়ে পরিষেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাটা প্রতিষ্ঠানের মালিকানায় যাওয়ার পর থেকেই এয়ার ইন্ডিয়ায় চরম অব্যবস্থা চলছে। যার প্রতিবাদে মঙ্গলবার থেকে কার্যত অঘোষিত ধর্মঘটে নামে এয়ার ইন্ডিয়ার সিনিয়র কেবিন ক্রু’রা। চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। 

বার্তাসংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, বরখাস্ত কর্মীদের কাজে পুনর্বহাল করছে এয়ার ইন্ডিয়া। তাদের টার্মিনেশন লেটার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কেবিন ক্রুরাও তাদের কর্মবিরতি তুলে নিতে চলেছেন। যারা ছুটি নিয়েছিলেন, তাদের সকলকে কাজে যোগ দিতে বলা হয়েছে।