নতুন ব্যবসায় নামছেন চিত্রনায়িকা বর্ষা

বিনোদন প্রতিবেদক
০৯ মে ২০২৪, ১৮:১৬
শেয়ার :
নতুন ব্যবসায় নামছেন চিত্রনায়িকা বর্ষা

শোবিজের অনেক তারকাই অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়। এই তালিকায় আছেন চিত্রনায়িকা মৌসুমী, নিপুণ, পূর্ণিমা, রত্না, অপু বিশ্বাস, মাহিয়া মাহি। আর স্বামী চিত্রনায়ক অনন্ত জলিলের সুবাদে ব্যবসায় সঙ্গে ইতিমধ্যেই যুক্ত আছেন আফিয়া নুসরাত বর্ষাও। এজেআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এবি ফ্যাশন লিমিটেডের পরিচালক তিনি। পাশাপাশি সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালকও বর্ষা। এবার নতুন আরও একটি ব্যবসায় নাম লিখাতে যাচ্ছেন এই চিত্রনায়িকা। 

বর্ষার কথায়, ‘আমি নিজের ব্র্যান্ড নিয়ে কাজ করতে যাচ্ছি, খুব শীঘ্রই স্কিন কেয়ার প্রোডাক্ট আমার ব্র্যান্ড নেমে আসবে। স্কিন কেয়ার এই প্রোডাক্ট তুর্কীতে তৈরি। তুর্কীর স্কিন কেয়ার প্রোডাক্ট খুব ভালো মানের। আশা করি, আমাদের প্রোডাক্ট ও ব্র্যান্ড দুটোই আপনাদের ভালো লাগবে।’

এদিকে, ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমা দিয়ে পর্দায় অভিষেক হয় অনন্ত-বর্ষার। এরপর থেকে একাধিক সিনেমায় কাজ করেছেন এই জুটি। বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘নেত্র ‘নেত্রী-দ্য লিডার’।