যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন দেবে যে দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১৭:৩৮
শেয়ার :
যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন দেবে যে দেশ

বেলজিয়ামের যৌনকর্মীরা এখন থেকে মাতৃত্বকালীন ছুটি ও অবসরোত্তর ভাতা পাবেন। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি আইন পাস হয়েছে দেশটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের শ্রম আইনের আওতায় এনেছে বেলজিয়াম। 

শ্রম আইনের আওতায় আসারয় ছুটি, স্বাস্থ্যবীমা সুবিধাও পাবেন যৌনকর্মীরা। আইন অনুযায়ী, কোনো ক্লায়েন্টকে যৌনকর্মী ছয়মাসের মধ্যে ১০ বারের বেশি প্রত্যাখ্যান করে তবে সরকারি একজন মধ্যস্থতাকারী সেখানে হস্তক্ষেপ করতে পারবেন। তবে সেই কর্মীকে ছাটাই করতে পারবেন না। 

বেলজিয়ামের যৌনকর্মীদের ইউনিয়নস ইউটিএসওপিআই এর মুখপাত্র ডান বাওয়েন্স বলেন,‘পৃথিবীতে প্রথম এমন কোনো আইন হলো। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই মডেলের কারণে বেলজিয়াম তুলে ধরছে যে যৌনকর্মীদের সুরক্ষা কতটা জরুরি। তাদের ব্যাপারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন সরকার তাদের সুরক্ষা দিতে চায়।

অন্যান্য দেশও এমন ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এই আইন অনুযায়ী এখন যৌনকর্মীরা নিয়োগপত্র পাবেন। এর আগে ২০২২ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্ব-নিয়োজিত যৌনকর্মকে অপরাধ থেকে দায়মুক্তি দিয়েছিল বেলজিয়াম।