খিলগাঁওয়ে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৪, ১৬:১৯
শেয়ার :
খিলগাঁওয়ে মিলল কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর খিলগাঁওয়ের বাসা থেকে বনি ইয়াসমিন (২০) নামের এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খিলগাঁও সি-ব্লকের আনসার হেডকোয়ার্টারের সামনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সিহাব বাহাদুর জানান, আজ সকালে খবর পেয়ে ওই বাসার নিচতলা ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, নিহত বনি ইয়াসমিন মাগুরা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ফরিঘরিয়া গ্রামে। গত ২০ দিন আগে খিলগাঁওয়ে বোনের বাসায় বেড়াতে আসেন তিনি। গত রাতে গলায় ফাঁস দেন ওই ছাত্রী। তবে তিনি কেন এমনটি করেছেন, তা পরিবারের কেউ জানাতে পারেননি।