সিনেমার ছাড়পত্র না পেলে গায়ে আগুন লাগিয়ে ‘আত্মহত্যা’র হুমকি

বিনোদন প্রতিবেদক
০৯ মে ২০২৪, ১৪:৩২
শেয়ার :
সিনেমার ছাড়পত্র না পেলে গায়ে আগুন লাগিয়ে ‘আত্মহত্যা’র হুমকি

সমাজের মধ্যবিত্ত শ্রেণির জীবন ও সংগ্রাম নিয়ে সিনেমা নির্মাণ করেছেন তানভীর হাসান। নাম ‘মধ্যবিত্ত’। প্রযোজনার পাশাপাশি এর গল্প, চিত্রনাট্যও করেছেন তিনি। সিনেমার শুটিং শেষ হয়েছে গেল বছর মাঝামাঝিতে। আর চলতি বছর শুরুতে মুক্তির আশায় ‘মধ্যবিত্ত’ যায় সেন্সর বোর্ডে। এরপরই আসে একের পর বাধা।

প্রযোজক ও নির্মাতা তানভীর হাসান দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘চলতি বছর ফেব্রুয়ারিতে আমি ছবিটি সেন্সর বোর্ডে জমা দেই। তখন আমাকে ছবির কিছু সংলাপ পরিবর্তন করার জন্য বলা হয়। আমি সে অনুযায়ি, সংলাপ সংশোধন করে গেল সোমবার ছবিটি আবার জমা করি। কিন্তু এবার সেন্সর বোর্ড থেকে অনেকগুলো সংশোধন দিয়েছে।’

কী কী সংশোধন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, সিনেমার নাম পরিবর্তন, মধ্যবিত্ত কথাটি বহুবার ব্যবহার করা হয়েছে- তা কমানো, সিনেমার দৃশ্য কর্তন ইত্যাদি।

তানভীর হাসানের কথায়, ‘সব মিলিয়ে এবারের চিঠিতে ৭টি সংশোধনের কথা বলা হয়েছে। এগুলো করলে ছবির মূল গল্পই হারিয়ে যাবে। আর আমি তো ছবির নামের জন্য বাংলাদেশ কপিরাইট অফিস থেকে সনদ নিয়েই ছবি তৈরি করেছি। তাহলে এখন কেন নাম বদলানোর কথা আসবে। আসলে আমি জানি না, তারা এটি কেন করছে! কতশত ছবি ছাড়পত্র পাচ্ছে আর কি কারণে তারা “মধ্যবিত্ত”কে আটকে রেখেছে।’

শুনলাম আপনি সেন্সর বোর্ডের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার কথা বলেছেন, ‘হ্যাঁ, এছাড়া আমার কিছুই করার নেই। অনেক স্বপ্ন ও অর্থ খরচ করে আমরা একটা ছবি নির্মাণ করি দর্শকদের জন্য। এখন যদি সেই স্বপ্নকে এভাবে মারা হয়, তাহলে বেঁচে থেকে লাভ কী! অনেক অসহায় হয়েই আমি একথা বলেছি। আর আমি তাই করব!’

বিষয়টি নিয়ে প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। এ বিষয়ে পরে কথা বলছি।’

এদিকে, ‘মধ্যবিত্ত’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক। সঙ্গে আছেন মাসুম আজিজ, এলিনা শাম্মী, শিশির সরদার, মাইশা প্রাপ্তি, শমু চৌধুরী, বড়দা মিঠু, শবনম পারভীন, আমির সিরাজী, রেবেকা রউফ, হান্নান শেলী, সোহেল রানা, এইচ কে স্বাধীন, রিয়াজুল রিজুসহ অনেকে।