আল-শিফা হাসপাতালের সামনে আরেকটি গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১১:৫৪
শেয়ার :
আল-শিফা হাসপাতালের সামনে আরেকটি গণকবরের সন্ধান

অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতালে আল-শিফার সামনে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। কবরটি থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করেছেন ত্রাণকর্মীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গাজার মিডিয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আল-শিফা হাসপাতালে তিনটি গণকবর, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসের হাসপাতালে তিনটি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে একটি গণকবর পাওয়া গেছে। এতে আরও বলা হয়, সাতটি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে।

মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস জানায়, নতুন গণকবরের আবিষ্কার ‘আমাদের জনগণ এবং চিকিৎসা খাতের বিরুদ্ধে অপরাধী দখলদার সেনাবাহিনীর বর্বরতার নতুন প্রমাণ’।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরাল করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।