আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বৃহস্পতিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক,
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সভাপতিত্ব করবেন। এছাড়া বিকেল ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কক্ষে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। দুপুর পৌনে ১২টায় জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পরিকল্পনামন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় একনেক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করবেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর আড়াইটায় গুলশানে হোটেল ওয়েস্টিনের গ্র্যান্ড বলরুমে জাপানি বিনিয়োগকারীদের অংশগ্রহণে ‘আইটি বিজনেস সামিট’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় পেট্রোবাংলার ড. হাবিবুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর (জিএসবি) আয়োজিত ‘Geology for the Sustainable Development of Bangladesh’ শীর্ষক দ্বিতীয় জাতীয় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
১৪ দলীয় জোটের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও' আন্দোলনের উদ্যোগে `দিল্লির নির্বাচন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংকট' উত্তরণে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, গণফোরামের সদস্য সচিব সুব্রত চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য দিপু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুর রহমান ফুয়াদসহ জাতীয় নেতারা।