বসুন্ধরা আবাসিক এলাকায় স্কুলে গুলি
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ‘ইন্টারন্যাশন্যাল স্কুল ঢাকা’ (আইএসডি) নামে একটি স্কুলে গুলির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে ই-ব্লকে অবস্থিত স্কুলটির প্রাঙ্গণে এক শিক্ষার্থীর অভিভাবকের গাড়ি থেকে গুলি ছোড়া হয়। গুলিতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
পুলিশের দাবি, অসাবধানতাবশত এক অভিভাবকের ‘লাইসেন্স করা’ শটগান থেকে মিসফায়ারে ঘটনাটি ঘটেছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে আইএসডি স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্কুলের ওয়েবসাইটে থাকা নম্বরে ফোন দেওয়া হলেও সাড়া দেয়নি কেউ।
এদিকে অভিজাত স্কুলটিতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। হঠাৎ গুলিতে দিক-বিদিক ছুটোছুটি করে আত্মরক্ষার চেষ্টা করে কয়েকজন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
পুলিশের ভাটারা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, দুপুরে আইএসডি স্কুলের সামনের রাস্তায় অন্যান্য গাড়ির সঙ্গে পাশাপাশি অপেক্ষমান ছিল এহসান গ্রুপ ও ভরসা গ্রুপের দুটি গাড়ি। গাড়িতে বসা অভিভাবক স্কুল থেকে বাচ্চা নেওয়ার জন্য এসেছিলেন। সোয়া ২টার দিকে ঢাকা মেট্রো-চ ৫২-২৯৩৩ নং গাড়িতে থাকা মালিকের গানম্যান আরজু মোল্লা গাড়ির মাঝখানের সিটে বসে তার লাইসেন্সকৃত শটগান টিস্যু দিয়ে পরিষ্কার করছিলেন। এসময় হঠাৎ অসাবধানতাবশত শটগান থেকে এক রাউন্ড গুলি মিসফায়ার হলে সেটি গিয়ে পাশে অবস্থান করা ঢাকা মেট্রো-গ-১৮-৭৮৯৭ নম্বর গাড়িতে লাগে। গাড়িটির দুটি গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ভাটারা থানার পুলিশ ওই গানম্যান এবং গাড়ি দুটি হেফাজতে নেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
রাতে ভাটারা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, অসাবধানতাবশত আইএসডি স্কুলের সামনে গুলির ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এই ঘটনায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া তেমন কিছু হয়নি। অভিযুক্ত গানম্যানকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি শটগানের লাইসেন্সসহ নথি-পত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে এ ঘটনার ব্যাখ্যা ও অভিভাবকদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে আইএসডি কর্তৃপক্ষ। আইএসডির ডিরেক্টর (অ্যাডমিশন্স অ্যান্ড মার্কেটিং) অ্যানি আরিফ বলেন, ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) ক্যাম্পাসসংলগ্ন রাস্তায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বুধবার দুপুর ২টায় স্কুলের পার্কিং লটসংলগ্ন অংশে দুর্ঘটনাবশত গুলি চালানোর খবর পাওয়া যায়। আমরা সবাই আশ্বস্ত করতে চাই যে, এ সময় কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।’
তিনি বলেন, ‘স্কুলের নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং দ্রুত স্কুল ক্যাম্পাস এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। অনুসন্ধানের মাধ্যমে জানা যায়, একজন আইএসডি শিক্ষার্থীর দেহরক্ষীর অস্ত্র থেকে অসাবধানতাবশত এই গুলি চলে। এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা, এবং স্কুল কমিউনিটির ওপর কোনো প্রকার হুমকি বলবৎ নেই।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অ্যানি আরিফ বলেন, ‘প্রত্যেক শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে আইএসডি, এবং এই লক্ষ্যে আমরা একাগ্রে কাজ করে যাচ্ছি। উদ্ভূত পরিস্থিতি সাপেক্ষে ভবিষ্যতে আইএসডির সব শিক্ষার্থী ও অভিভাবকদের অবশ্যই কিছু নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। ক্যাম্পাসের ভেতরে বা সংলগ্ন অংশে আগ্নেয়াস্ত্রের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র প্রাইমারি স্কুল শিক্ষার্থীদের নিতে আসা ন্যানিদের (আয়া) পিকআপের জন্য নির্ধারিত সময়ে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে। দেহরক্ষীদের অবশ্যই স্কুল প্রবেশদ্বারের বাইরে অবস্থান করতে হবে। সেই সঙ্গে এ ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে আমরা অভিভাবকদের প্রতি স্কুলগামী শিক্ষার্থীদের জন্য দেহরক্ষী মোতায়েনের যৌক্তিকতা পূনর্বিবেচনার আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাটি দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত সব শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীদের সহযোগিতা দিতে আমাদের কাউন্সেলররা প্রস্তুত রয়েছেন।’