সিঙ্গাপুরে অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৪, ১৮:০৬
শেয়ার :
সিঙ্গাপুরে অত্যাধুনিক যুদ্ধবিমান বিধ্বস্ত

সিঙ্গাপুরে বিমান বাহিনীর একটি অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আজ বুধবার বিকেলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পূর্ব এশিয়ায় অত্যাধুনিক বিমানবাহিনী রয়েছে সিঙ্গাপুরের। দেশটিতে এই ধরনের দুর্ঘটনা প্রায় বিরল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উড্ডয়নের সময় বিমানটি সমস্যার সম্মুখীন হয়েছিল এবং পাইলট জরুরি প্রক্রিয়া মেনে পদক্ষেপ নিয়েছেন। যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী এং হেন বলেন, পাইলট বড় ধরনের আঘাত পাননি। তিনি সচেতন আছেন এবং কথা বলছেন। তবে সাবধানতা হিসেবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।