কেন্দ্র থেকে বের হতে রাজি না হওয়ায় পোলিং এজেন্টকে মারধর
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ভোটকেন্দ্র থেকে বের হয়ে যেতে হুমকি দিলেও বের হতে অস্বীকৃতি জানানোয় ওই পোলিং এজেন্টকে মারধর করা হয়।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের ৩৩ নম্বর কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহত পোলিং এজেন্ট ফারুক হোসেন বলেন, ‘কেন্দ্রে ঢোকার পর থেকেই আমাকে বের হয়ে যাবার জন্য হুমকি দিচ্ছিল দোয়াত-কলম প্রতীকের পোলিং এজেন্ট। আমি রাজি না হওয়াতে আমাকে ভোটকক্ষ থেকে বের করে মারধর করা হয়।’
এ উপজেলায় দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান পদে লড়ছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ। তিনি এ উপজেলার বর্তমান চেয়ারম্যান।
কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ‘এটা তেমন কিছু না। একটু তর্কাতর্কি হয়েছিল। পরবর্তীতে পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। ওই এজেন্ট এখন ভোটকক্ষে কাজ করছেন।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ হোসেনের অভিযোগ, মদনপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর পক্ষ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এমএ সালাম তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রভাব বিস্তার করছেন। তারা ভোটারদের দোয়াত-কলম প্রতীকে ভোট দিতে হুমকি দিচ্ছেন। কেন্দ্রে থাকা আনারসের এজেন্টদের কেন্দ্রের ভেতরে হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, ‘এভাবে চলতে থাকলেতো সুষ্ঠু নির্বাচন বলতে কিছু থাকবে না। প্রশাসনের তৎপরতা আরও জোরদার করতে হবে।’
এ বিষয়ে মদনপুর ইউপি চেয়ারম্যান এমএ সালামকে মুঠোফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।
এদিকে, উপজেলার হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের এক পোলিং এজেন্ট ভোটকক্ষের ভেতরে মোবাইল নিয়ে অবস্থান করায় তাকে আটক করে পুলিশ। একই কারণে বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উড়োজাহাজ প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানুর এক এজেন্টকে আটক করা হয়।
রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘কিছু কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি। অভিযোগ পাবার সাথে সাথেই সেখানে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি সন্তোষজনক আছে।’