ডোনাল্ড লু ঢাকায় আসছেন কেন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
০৮ মে ২০২৪, ১৬:৪৯
শেয়ার :
ডোনাল্ড লু ঢাকায় আসছেন কেন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সফরে আগামী ১৪ মে ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ-আলোচনা করার জন্য তিনি বাংলাদেশ সফরে আসছেন বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডোনাল্ড লু মূলত আসছেন রোহিঙ্গা সংকট নিয়ে আলাপ-আলোচনা করার জন্য। এক্ষেত্রে ওনারা আমাদের সহযোগিতা করছেন, সেটি নিয়ে আলাপ-আলোচনা করতে। অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে।’

হাছান মাহমুদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বরাবরই চমৎকার। আমাদের সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে একযোগে কাজ করছি। আমরা আশা করছি, ভবিষ্যতের দিনগুলোতেও আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব এবং ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার সম্পর্ক আছে সেটি আরও গভীর করতে চাই।’

একাধিক কূটনৈতিক সূত্র বলছে, গত ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে শীতল সম্পর্ক চলছে বাংলাদেশের। তবে নতুন সরকার গঠনের পরপরই বাইডেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আলোচনা শুরু হয়। নির্বাচন প্রশ্নে ওয়াশিংটনের স্বতন্ত্র অবস্থান থাকলেও দুই দেশের মধ্য বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ক এগিয়ে নিতে গত ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই ছিল যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।

জানা যায়, নানা কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় আলোচিত ডোনাল্ড লুর ঢাকায় এটি হবে চতুর্থ সফর। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র মার্কিন ভিসানীতি ঘোষণাসহ নানামুখী তৎপরতার অংশ হিসেবে গত বছরের জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সেই সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গী হয়ে এসেছিলেন তিনি।

সূত্র জানায়, সফরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাত ছাড়া দেশের সুশীল সমাজের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ডোনাল্ড লুর।