কমলাপুর রেলস্টেশন থেকে লাশ উদ্ধার
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে মো. হায়দার আলী (৫৭) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
নিহত ব্যক্তি পাবনা জেলার ভাঙ্গুরা থানার এল আর পাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে । পেশায় তিনি মুন্সীগঞ্জে একটি খাবার হোটেলে চাকরি করতেন।
কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই ফারুক হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে কমলাপুর রেলস্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম শহরতলীর সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এর পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, মৃত ব্যক্তির কাছ থেকে ট্রেনের টিকিট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। লাশটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এরপর ময়নাতদন্ত্রের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?