নরসিংদীতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের হামলায় আহত ৫
হামলায় আহত এক প্রার্থীর সমর্থক
নরসিংদীর সদরের একটি ভোটকেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সকাল ৯টার দিকে উপজেলার কাকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আনারস প্রতীকের সমর্থক স্থানীয় যুবলীগ নেতা মনির মোল্লার সমর্থকরা কেন্দ্র দখল করতে গেলে বাঁধা দেন কাপ-পিরিচের সমর্থকরা। এতে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ফলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়।
প্রিজাইডিং অফিসার কাউছার আহমেদ জানান, দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনার ফলে ৪০ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে । পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এছাড়াও সদরের মূলপড়া, পলাশের কিছু কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে।