আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বুধবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক,
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১১টায় আশকোনায় হজ কার্যক্রম-২০২৪ উদ্বোধন এবং হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন
দুপুর আড়াইটায় বাংলাদেশ ব্যাংক ভবনের ৫ম তলার জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে, ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক উপস্থিত থাকবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এবি পার্টির ব্রিফিং
অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের প্রতিবাদে দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া ব্রিফিং করবে এবি পার্টি।
তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘তথ্য অধিকার আইন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তথ্য প্রতিমন্ত্রী। স্থান ও সময়: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ১২৫/এ, দারুস সালাম ঢাকা। সকাল ১০টা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢাদসিক মেয়রের কর্মসূচি
সকাল সোয়া ১০টায় 'মান্ডা খাল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি' কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময় করবেন ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। স্থান: শাপলা ব্রিজ (আমুলিয়া মডেল টাউনের পাশে)।
তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী কর্মসূচি
নারী স্টেম গ্র্যাজুয়েটদের দক্ষতা উন্নয়ন এবং লিঙ্গ বৈষম্য দূর করে একটি অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে দ্য কিংডম অফ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় ‘শী স্টেম (SheSTEM Business Case)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। স্থান: সকাল সাড়ে ৮টায় হোটেল আমারি, গুলশান-০২, ঢাকা।
রেড ক্রিসেন্ট দিবসের কর্মসূচি
আজ বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বিশেষ এই দিবস উদযাপনে সকাল সাড়ে ৭টায় সোসাইটির জাতীয় সদর দফতরে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হবে। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে তা হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে শেষ হবে।