জিম্বাবুয়ে সিরিজ নিয়ে হৃদয়ের কণ্ঠে সাকিবের উল্টো সুর
ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের আয়োজনে আগামী জুনের শুরু থেকেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। চার-ছক্কার এই টুর্নামেন্টে নামার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর দিন দশেকের মতো আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে টাইগারদের। মূলত, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজ দুটিকে।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হবে না বলেই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, প্রস্তুতির জন্য এমন প্রতিপক্ষ আদর্শ না। তবে সাকিবের সঙ্গে সুর মেলাননি তাওহীদ হৃদয়।
জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সাকিব বলেছিলেন, ‘দেখুন, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে যদি আমি বিশ্বকাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল ধারণা হবে সেটি।’
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
আজ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ নিশ্চিত করা জয় শেষে সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলেন, ‘আমার কাছে সঠিকভাবেই প্রস্তুতি হচ্ছে বলে মনে হয়। কারণ বিশ্বকাপের আগে আর কোথাও কোনো ম্যাচ নাই। যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এটাই ম্যাচ, আমরা যেভাবে পারব, সবাই সবার যে প্ল্যান আছে সেভাবে এক্সিকিউট করার চেষ্টা করছে।
জিম্বাবুয়েকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মনে করেন হৃদয়, ‘যেটা মনে হয় যে খেলাটা এতো সহজ হচ্ছে না। ওরা ভালো টিম। ভালো ভালো খেলোয়াড় আছে। জিম্বাবুয়ে বলে ওদের ছোট করে দেখার কিছু নাই। হার্ড টিম। আন্তর্জাতিক ম্যাচ আর ঘরোয়া ম্যাচের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। খুব ভালোভাবেই প্রস্তুতি হচ্ছে। কিছু জায়গায় ইম্প্রুভের জায়গা আছে। ওগুলো উন্নতি করা গেলে ভালো।’