দেশব্যাপী বিস্তৃত করা হয়েছে বন্যা পূর্বাভাস মডেল
দেশব্যাপী বন্যা পূর্বাভাস মডেল উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া উপকূল এবং হটস্পট অঞ্চলের বন্যার মানচিত্র তৈরির জন্য উন্নতি একমাত্রিক ও দ্বিমাত্রিক মডেল প্রস্তুত করা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর সামরিক জাদুঘরে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।
‘স্ট্রেন্থনিং হাইড্রোলজিকাল ইনফরমেশন সার্ভিসেস অ্যান্ড আর্লি ওয়ার্নিং’ শীর্ষক প্রকল্পের বর্তমান অবস্থা, ফল, সুপারিশ ও মিডিয়া আউটকাম বিষয়ক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান৷ এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা, নকশা ও গবেষণা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মো. জহিরুল ইসলাম।
কর্মশালার শুরুতে প্রকল্প পরিচালক মশিউর রহমান, কারিগরীবিষয়ক তথ্য উপস্থাপন করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, প্রকল্পের মাধ্যমে বন্যা পূর্বাভাস মডেল সারা দেশে বিস্তৃত করা হয়েছে। উপকূল এবং হটস্পট অঞ্চলের বন্যার মানচিত্র তৈরির জন্য উন্নতি একমাত্রিক ও দ্বিমাত্রিক মডেল প্রস্তুত করা হয়েছে। এই নকশা তৈরির জন্য ডিজিটাল এলিভেশন মডেল আপগ্রেড করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ ছাড়া প্রকল্পের মাধ্যমে প্রধান নদীসমূহের ভাঙন এবং পলি প্রবাহের পরিমাণ পূর্বাভাস এর জন্য সেডিমেন্ট ট্রান্সপোর্ট অ্যান্ড মরফোলজিকাল মডেল প্রস্তুত করা হয়েছেও বলে জানানো হয়। উপকূলীয় তিনটি জেলায় লবনাক্ততা পূর্বাভাস এবং পানিতের লবণত্বের ঘনত্ব নির্ণয়ের নকশা, ভূপৃষ্ঠের পানি ও মাটির গভীরের পানির লবণাক্ততা ইন্টারফেস নির্ণয়ের জন্য প্রেডিকশন মডেল তৈরি করা হয়েছে।
বক্তারা বলেন, খরার পূর্বাভাস মডেলের মাধ্যমে উত্তরপশ্চিমাঞ্চলীয় অঞ্চলের জলবায়ু, পানি ও কৃষি বিষয়ক খরার সূচক মানচিত্রও তৈরি করা হয়েছে। বিভিন্ন মৌসুমে মাটির গভীরে পানির উচ্চতা নির্ণয় ও পূর্বাভাসের জন্য গ্রাউন্ডওয়াটার অ্যাসেসমেন্ট মডেল তৈরি করা হয়েছে।
নদ-নদীর পানির উচ্চতা পরিমাপের জন্য দেশব্যাপী ৩৫৫টি অটোমেটিক পানি স্টেশন, বৃষ্টিপাত পরিমাপের জন্য ২৭২টি স্বয়ংক্রিয় রেইন গজ স্টেশন, আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ৩টি স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ঘূর্ণিঝড়সহ দুর্যোগকালীন সময়ে রিয়েল টাইম ডাটা রেকর্ড করা যাচ্ছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
কর্মশালায় আরও বলা হয়, ভুগর্ভস্থ পানির উচ্চতা পরিমাপের জন্য দেশব্যাপী ৯০৫টি স্বয়ংক্রিয় গ্রাউন্ডওয়াটার মনিটরিং ওয়েল স্থাপন করা হয়েছে। এ ছাড়া নদ-নদীর পানির উচ্চতা, ক্রস সেকশন জরিপ কাজের জন্য ৭০০টি বিএম পিলার নির্মাণ করা হয়েছে।
দেশব্যাপী অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড -পানিবিজ্ঞান এর বিভিন্ন দপ্তর সংস্কার করা হয়েছে। দাপ্তরিক কাজ পরিচালনা এবং হাইড্রোলজিকাল মডেলসমূহ পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক সার্ভার, ওয়ার্ক স্টেশনসহ অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হয়েছে।