অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন মনীষা-সুমন

বিনোদন ডেস্ক
০৭ মে ২০২৪, ১৮:১১
শেয়ার :
অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন মনীষা-সুমন

পরিচালক সঞ্জয় লীলা বানসালির ‘হীরামন্ডি’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে। কেউ বলছেন, বানসালির এই সিরিজটি একেবারেই দেখার মতো না। আবার কেউ বলছেন, ‘হীরামন্ডি’র আসল হীরাই হলো মনীষা কৈরালা। তবে জানেন কী? হীরামন্ডিতে শেখর সুমনের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যের কথা নাকি জানতেন-ই না মনীষা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানালেন এই অভিনেত্রী।

মনীষা জানান, বানসালি এমন একজন পরিচালক যিনি শুটিংয়ের সময় চিত্রনাট্য বদলাতে থাকেন। এমন অনেক কিছুই নিজের মগজে রেখে দেন, যা কিনা অভিনেতা, অভিনেত্রীরা জানতেই পারেন না। বলা ভালো, চমক দিতে ভালোবাসেন।

তার কথায়, ‘হীরামন্ডিতে শেখর সুমনের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রাথমিকভাবে স্ক্রিপ্টের অংশ ছিল না। নতুন কিছু করার জন্যই এই দৃশ্য বানসালি তৈরি করেন।’


আলোচিত সেই দৃশ্যতে দেখানো হয়েছে- হীরামন্ডিতে নবাবের চরিত্রে অভিনয় করেছেন শেখর সুমন। মদ্যপ অবস্থায় মল্লিকাজান মনীষা কৈরালার সঙ্গে ঘোড়ার গাড়িতে করে চলেছেন শেখর। এরপর যৌন ইচ্ছা জেগে ওঠে তার মধ্যে, মল্লিকাজানের দিকে পিছন ঘুরে চিৎকার করে তার নাম ধরে ডাক দিতে থাকেন নবাব।

শুধু মনীষা নন সুমনও এক সাক্ষাৎকারে জানান, সঞ্জয় লীলা বানসালি হঠাৎ করেই আমাকে এই দৃশ্যর কথা জানান। আর আমি এক টেকেই এই দৃশ্যের শুটিং করি। একটা দারুণ অভিজ্ঞতা।’