১৩ বছরের কিশোরীকে বিয়ে করে গ্রেপ্তার ৭০ বছরের বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৪, ১৭:২৮
শেয়ার :
১৩ বছরের কিশোরীকে বিয়ে করে গ্রেপ্তার ৭০ বছরের বৃদ্ধ

পাকিস্তানের সোয়াতে ১৩ বছরের এক কিশোরীকে বিয়ে করা ৭০ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে ওই কিশোরীর বাবাকেও। সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধের নাম হানিফা। বাল্যবিয়ের খবর পেয়ে তাকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

পুলিশের স্টেশন হাউস অফিসার রোশান আলি বলেন, ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। হানিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। নিকাহ খাওয়ান নামে একজন প্রত্যক্ষদর্শীকেও পুলিশের হেফাজতে নেওয়া হেয়েছে বলে জানান তিনি।