হেলিকপ্টার নিয়ে শ্বশুরবাড়িতে বিদেশি বধূ
স্বামীর সঙ্গে হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে এসেছেন সিঙ্গাপুরের নাগরিক মাইশা শহিদ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া মডেল স্কুল মাঠে নামেন এই নবদম্পতি।
সেখানে বিদেশি কনেসহ দম্পতিকে ফুল দিয়ে বরণ করেন পরিবারের সদস্য ও স্বজনরা। হেলিকপ্টারে তাদের আসার খবরে আগে থেকেই স্কুলের মাঠে জড়ো হয় হাজার হাজার উৎসুক জনতা।
বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আলোকপাড়া বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম শহিদ। তিনি সিঙ্গাপুরের নাগরিক মাইশা শহিদকে বিয়ে করেছেন।
মো. শহিদুল ইসলাম শহিদ জানান, সিঙ্গাপুর থেকে বিমানে করে ঢাকায় পৌঁছান তারা। পরে স্ত্রীর ইচ্ছায় হেলিকপ্টারে করে নিজ গ্রামের বাড়িতে আসেন।
সাত ভাইবোনের মধ্যে শহিদুল ইসলাম পঞ্চম। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেন। পরে দেশটির একটি বেসরকারি কোম্পানিতে প্রকৌশল বিভাগে চাকরি করেছেন।