চট্টগ্রামে অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের পরিচিতি
তৈরি পোশাক শিল্পের সহযোগী খাত বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মে। গত রবিবার এ নির্বাচন উপলক্ষে ‘অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন’ নামে একটি প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে ‘ভোটের মাধ্যমে ক্ষমতায়ন; আপনার অধিকার আমদের সাফল্য’স্লোগান নিয়ে প্যানেল পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করেছে অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন। এতে সভাপতিত্ব করেন প্যানেলের উপদেষ্টা ও দৈনিক পূর্বকোণ লিমিটিডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। এতে সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজিএপিএমইএ নির্বাচনে অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়নের ২১ জনের প্যানেলে নেতৃত্বে রয়েছেন পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাছিরুল আলম। ২১ জনের প্যানেলে ঢাকার ১৬ এবং চট্টগ্রাম অঞ্চলের পাঁচজন প্রার্থী রয়েছেন। চট্টগ্রাম অঞ্চলের নেতৃত্বে আছেন এবিএস কার্টন অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল।
দৈনিক পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী বলেন, অতীতে এত সুন্দরভাবে নির্বাচন হয়নি। সিলেকশনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছিল। চট্টগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ বেলাল লড়াই সংগ্রাম করে গতবার নির্বাচনের সংস্কৃতিতে ফিরিয়ে এনেছে। নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব ফিরিয়ে আনার ধারা যারা চালু করেছে তারা জয়ী হলে এই সেক্টর এগিয়ে যাবে।
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ইসি মেম্বার মোহাম্মদ আইয়ুব বলেন, যোগ্যদের নেতৃত্বে আনা দরকার। না হলে ব্যবসা এগিয়ে যাবে না এবং সংগঠনের সদস্যরা সুবিধা পাবে না। অ্যাক্টিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেল জয়ী হলে সংগঠন ও সদস্যদের উন্নতি করতে পারবে।
প্যানেল লিডার মো নাছিরুল আলম বলেন, ‘বিগত ৩৩ বছর আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমরা ভোট দিতে পারিনি। সেই ধারা থেকে মোহাম্মদ বেলাল নির্বাচনের ধারায় ফিরিয়ে এনেছেন। তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছিল; তিনি তা প্রত্যাখ্যান করে ভোটের সংস্কৃতিতে ফেরাতে বাধ্য করেছেন।’
তিনি বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতায়ন, আপনার অধিকার আমাদের সাফল্য। আমরা নির্বাচিত হলে একটিভিটি ও ইউনিটি দিয়ে সংগঠনকে এগিয়ে নেব।
আধুনিক ও দক্ষ বিজিএপিএমইএ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা নির্বাচিত হলে চট্টগ্রামের সদস্যদের বহুদিনের দাবি নিজস্ব ভবনে কার্যালয়ের ব্যবস্থা করা হবে। বিজিএমইএ যেমন বিভিন্ন ইপিজেডে জায়গা পেয়েছে আমরাও সেই ব্যবস্থা করবো। যাতে আমরা এক্সেসরিজ প্রতিষ্ঠানগুলো এক জায়গায় করতে পারি।
মোহাম্মদ বেলাল বলেন, সঠিক নেতৃত্ব নির্বাচনে ভুল করা যাবে না। যোগ্য নেতৃত্ব আসলে দৃশ্যমান কাজ দেখতে পাবেন। আমাদের প্যানেলকে নির্বাচিত করলে ব্যবসার উন্নয়নে কাজ করতে পারবো। এই নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ সাংগঠনিক নেতৃত্ব গড়ে উঠবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল উপদেষ্টা মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আইয়ুব, জামিল আহমেদ, রফিকুল ইসলাম চৌধুরী অশ্রু, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ ইকবাল পারভেজ, মোহাম্মদ এনামুল হক প্রমুখ।
আর ঢাকার বাকি প্রার্থীরা হলেন জামিল আহমেদ, রফিকুল ইসলাম চৌধুরী অশ্রু, মো. এনামুল হক, মো. আবদুন নুর, মোহাম্মদ আবদুল কাইয়ুম, একেএম মোস্তফা সেলিম, মো.আফজালুল আলম, সাইফুল আলম সেলিম, মো. বন্দে আলী মিয়া, মো. সুলতানুল ইসলাম তারেক, মীর রায়হান আলী, এসএম মালেক, মো. জিয়াউল ইসলাম লাভলু, পুলক পোদ্দার ও মো. আবদুল হান্নান মোল্লা। চট্টগ্রামের বাকি চারজন হলেন- মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, মো. আবদুল ওয়াজেদ, মোহাম্মদ ইকবাল পারভেজ ও মোহাম্মদ এনামুল হক।