নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব: সালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৪, ২৩:৩৩
শেয়ার :
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করব: সালাম আজাদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘আমরা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে ২০১৪ সালে একতরফা, ২০১৮ সালে দিনের ভোট আগের রাতে দেখেছি । সর্বশেষ ২০২৪ সালে একতরফা ডামি নির্বাচন দেখেছি। এই আওয়ামী লীগ সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনেই দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। আমরা সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করব। ওই নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।’

আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘আমাদের দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না। দেশের অন্যান্য রাজনৈতিক দলও একই ঘোষণা দিয়েছে।

সেই অনুযায়ী এই উপজেলা পরিষদ নির্বাচনও আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ।’

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী বলেন, ‘গত ৭ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশের ৯৫ মানুষ ভোটদান থেকে বিরত ছিল। এটা ছিল নজিরবিহীন ঘটনা। আমরা বিশ্বাস করি, ডামি উপজেলা নির্বাচনেও জনগণ যাবে না।’

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী

জনবিচ্ছিন্ন এই সরকার যে ফাঁদ পেতেছে এই ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নিপুন। তিনি বলেন, ‘গণতন্ত্র পক্ষে জিয়া পরিবার ও দেশের মানুষের ত্যাগ বৃথা যাবে না। বিজয় আমাদের হবেই।’

নিপুন রায় চৌধুরীর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো, সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু ও নাজিম উদ্দিন। এতে জেলা-উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।