আইকাও সিলভার সনদ পেল সিভিল এভিয়েশন একাডেমি

নিজস্ব প্রতিবেদক
০৬ মে ২০২৪, ১৭:৫৫
শেয়ার :
আইকাও সিলভার সনদ পেল সিভিল এভিয়েশন একাডেমি

গত ২৯ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত ডমিনিকান রিপাবলিকের পুন্টাকানায় আইক্যাও গ্লোবাল ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিম্পোজিয়াম (জিআইএসএস) অনুষ্ঠিত হয়েছে। এই সিম্পোজিয়ামের মূল প্রতিপাদ্য বিষয় ছিল অপটিমাইজিং অ্যাভিয়েশন ক্যাপাসিটি, স্ট্র্যাটেজিক ফর সেফ স্কাই ও সাসটেইনেবল ফিউচার। যার মাধ্যমে আইকাও তার সদস্য রাষ্ট্রের সিভিল অ্যাভিয়েশনের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ আকাশভ্রমণ নিশ্চিতে অঙ্গীকার করেছে। 

এ সিম্পোজিয়ামে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন একাডেমিকে ব্রোঞ্জ ক্যাটাগরি থেকে সিলভার ক্যাটাগরিতে উন্নীত করেছে আইকাও। আইকাওয়ের মানদণ্ড বজায় রেখে গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রশিক্ষণের মাধ্যমে মানোন্নয়নে কাজ করায় এই পদোন্নতি দেওয়া হয়। আধুনিক ও প্রযুক্তি নির্ভর অ্যাভিয়েশন খাতের দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল তৈরিতে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন আইকাও এর সক্রিয় সহযোগিতায় প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

চার দিনব্যাপী অনুষ্ঠিত এ সিম্পোজিয়ামে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে সদস্য ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন এয়ার কমডোর শাহ কাওছার আহমেদ চৌধুরী ও পরিচালক সিভিল অ্যাভিয়েশন একাডেমির প্রশান্ত কুমার চক্রবর্তী অংশ নেন। 

উক্ত সিম্পোজিয়ামে আইকাও সদস্যভুক্ত ২০টি দেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রিবর্গ, প্রায় শতাধিক দেশের সিভিল অ্যাভিয়েশন সংস্থার প্রধান নির্বাহীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। 

উল্লেখ্য, এ সিম্পোজিয়ামে বিভিন্ন দেশের সিভিল অ্যাভিয়েশন মন্ত্রী বর্গের সমন্বয়ে অনুষ্ঠিত রাউন্ড টেবিল বৈঠকে ‘বিল্ডিং ক্যাপাসিটি টু অ্যাচিভ ওন ইফেক্টিভ অ্যান্ড সাসটেইনেবল এয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম ফর ফিউচার’ বিষয়ক আলোচনা ও সদস্য রাষ্ট্রের করণীয় নির্ধারণ করা হয়। এছাড়া ৪ দিনের এ সিম্পোজিয়ামে ৭টি প্যানেল সভা, ৩০টির অধিক দ্বিপক্ষীয় সভা, ট্রেইন এয়ার প্লাসের আইকাও ট্রেনিং বিষয়ক দুটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।