‘বাসায় আনন্দ নেই, আমি নিশ্চিত ওকে কেউ নিয়ে গেছে’ (ভিডিও)
নতুন ফ্ল্যাটে উঠেই আদরের পোষ্য প্রাণীকে হারিয়েছেন গায়ক আসিফ আকবর। খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারপরও খোঁজ মেলেনি পুম্বার। অবশেষে আদরের বিড়ালের জন্য ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণাও দেন এই গায়ক।
এতকিছুর পরও বিড়ালের সন্ধান পাননি আসিফ। পুম্বার সঙ্গে যেন হারিয়ে গেছে তার পরিবারের আনন্দও। আসিফ নিশ্চিত তার বিড়ালটি কেউ নিয়ে গেছে। তাই এই গায়কের আহ্বান- পুম্বাকে ফিরিয়ে দেওয়ার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
দৈনিক আমাদের সময়’র ভিডিওতে আসিফের কথাগুলো তুলে ধরা হল-
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট