দিল্লির পর এবার আহমেদাবাদের ৩ স্কুলে বোমার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৪, ১৬:৫৩
শেয়ার :
দিল্লির পর এবার আহমেদাবাদের ৩ স্কুলে বোমার হুমকি

ভারতের আহমেদাবাদের তিন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ইমেইলের মাধ্যমে স্কুল কর্তৃপক্ষকে এই হুমকি দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে তারা তদন্ত শুরু করেছে বলেও জানানো হয়।

আহমেদাবাদের উপপুলিশ কমিশনার বলেন, ৫-৬টা স্কুলে হুমকি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিষয়টি নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই।

এর আগে ১ মে দিল্লির ১৩১টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই হুমকিকে ভুয়া বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছিল, দিল্লি পুলিশ ও নিরাপত্তাকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।