‘মানসিক নির্যাতন’র শিকার হয়ে সিনেমা সরিয়ে নিলেন পরিচালক

বিনোদন প্রতিবেদক
০৬ মে ২০২৪, ১৬:২৭
শেয়ার :
‘মানসিক নির্যাতন’র শিকার হয়ে সিনেমা সরিয়ে নিলেন পরিচালক

মুক্তির তিন দিনের মাথায় গতকাল রবিবার স্টার সিনেপ্লেক্স থেকে ‘শ্যামা কাব্য’ সিনেমাটি সরিয়ে নিয়েছেন নির্মাতা বদরুল আনাম সৌদ। সঙ্গে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে বেশি কিছু অভিযোগও তুলে ধরেছেন তিনি।  

জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় হলের প্রজেকশন ব্যবস্থাপনায় সমস্যা, সেল রিপোর্টে গড়মিল রয়েছে।

সৌদ বলেন, ‘ওদের এত প্রয়োজন নেই কাউকে, সবাই তো ওদের কাছে ধরনা দেয়। আমার মনে হয় না অন্য কেউ স্টার সিনেপ্লেক্স থেকে তিন দিনের মাথায় নিজ দায়িত্বে ছবি তুলে নিয়েছে। এর কারণ, ওরা যে মানসিক নির্যাতনটা করে থাকে একজন নির্মাতা-প্রযোজককে, সেটা থেকে বের হতে চেয়েছি। সেটার বিরুদ্ধে প্রতিবাদ করেছি।’

তিনি আরও বলেন, ‘ওরা সবসময় একটা খড়গ ঝুলিয়ে রাখে। স্টার সিনপ্লেক্সের মূল কর্তৃপক্ষের কথা আমি বলছি না। তারা সম্ভবত এ বিষয়ে কিছু জানে না। আমি হলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। এ কর্মকর্তাদের ব্যবহার পরিচালক-প্রযোজকদের প্রতি এরকম- আমরা আপনাদের দয়া করছি। এমন আচরণ মেনে নেওয়া সম্ভব না এবং উচিত না। সবারই সম্মানবোধ থাকে। অসম্মানটা আমার প্রাপ্য না।’

বিষয়টি আরও পরিষ্কার করতে গতকাল রাতে ফেসবুক লাইভে এসে কথা বলেন সৌদ। সেখানে তিনি বলেন, ‘আজকে সকাল আমার স্ট্যাটাসে যা বলেছি, বলেছি। এর বাইরে আরেকটি কথা বলতে চাই, আমি কিছুটা অসম্মানিত বোধ করেছি। কারণ মুক্তির পূর্ব থেকে গতকাল (শনিবার) পর্যন্ত আমাকে বারবার বলা হচ্ছিল যে, ছবি না চললে নামিয়ে দেওয়া হবে।’


যোগ করে তিনি আরও বলেন, ‘ছবি না চললে তো নামিয়ে দিবেনই আপনারা; কারণ ব্যবসায়িক দিক থেকে এটিই স্বাভাবিক। পৃথিবীজুড়ে এমনটাই স্বাভাবিক যে ছবি না চললে নামিয়ে নেওয়া হয়। কিন্তু এটি আমাকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে না, প্লিজ। আর গতকাল (শনিবার) আমাকে আরও বলা হয়েছে, আমরা প্রজেকশনের যে হলটি নিয়ে অভিযোগ করেছিলাম সেখানে এখন শাকিব খানের “রাজকুমার” চলছে এবং সেখানে অনেক দর্শক আছে। দেখুন, শাকিব খান বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। তার সিনেমা দেখতে প্রজেকশন ব্যবস্থা যাই হোক না কেন দর্শক আসবে। এবং শাকিব খান সেটি অর্জন করেছেন। কিন্তু ঘটনাচক্রে, আমাদের সিনেমা গল্পনির্ভর এবং কেউ অত বড় তারকা নয়। এটাতেও কোনো সমস্যা নেই, সমস্ত ধরনের ছবিই হবে। এবং আমাদের ছবিটি একটি ভালো প্রজেকশন ব্যবস্থাসহ হল পেয়েছে, তারপরও অনেক দর্শক হয়নি বা শাকিব খানের সিনেমার ধারেকাছেও বিক্রি হয়নি দেখে সেটি আমাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে, ৩ নম্বর হলে তো আজকে এত দর্শক, তারপরও কেউ কোনো অভিযোগ করছেন না। বাবা, শাকিব খানের সঙ্গে আমার সিনেমার তুলনা করে লাভ নেই। আমার সিনেমা নিয়ে আমার সঙ্গে কথা বলেন। এসব বলবেন না প্লিজ, এগুলো অসম্মানজনক একজন পরিচালক ও প্রযোজকের জন্য। প্রত্যেকটি ছবির আলাদা মেরিট (গুণাগুণ বা মূল্য) থাকে। ছবিটি নিয়ে আমাদের আশাবাদ ছিল যে, দর্শকের মুখে মুখে ও গণমাধ্যমকর্মীদের প্রচার-প্রচারণায় ধীরে ধীরে এটি আরও দর্শক টানবে। কিন্তু তিন দিনের মাথায় আমি সজ্ঞানে ছবিটি তুলে নিতে বাধ্য হয়েছি। কারণ, গত তিনদিন যাবত আমাকে বারবার বলা হয়েছে, ছবিটি না চললে কিন্তু নামিয়ে নেওয়া হবে!’

সিনেপ্লেক্সের গড়মিল প্রসঙ্গে সৌদের দাবি, স্টার সিনেপ্লেক্সের ম্যানেজার রেবেকা সুলতানা গেল শুক্রবার দুপুর ৩টার দিকে তাকে যে হিসাব দিয়েছিল, রাতে পাঠানো মেইলে তার চেয়েও সেল কম দেখানো হয়েছিল।

উল্লেখ্য, বর্তমানে ‘শ্যামা কাব্য’ সিনেমাটি চলছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে। এতে কেন্দ্রীয় চরিত্রে জুটি বেঁধেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও রয়েছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতু প্রমুখ।