ঝড়ে দেওয়াল ধসে দুই নিরাপত্তাকর্মী নিহত
ঢাকার ধামরাইয়ে প্রচন্ড ঝড়ে এসএস এগ্রো কমপ্লেক্সের দেওয়াল ধসে দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
গতকাল রবিবার রাত ১২টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকার এসএস এগ্রো কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতরা হলেন- এসএস এগ্রো কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী আনিসুর ও শাহারুল।
নিহতদের পরিবারের সদস্যরা জানান, রাতে প্রচন্ড ঝরে এসএস এগ্রো কমপ্লেক্সের ভিতরে একটি টিনসেড ঘরে পাঁচ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিলেন। এ সময় ঝরে ঘরটির দেওয়াল তাদের ওপরে ধসে পড়ে। এ সময় এগ্রোর অন্য নিরাপত্তাকর্মীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।