সুখবর দিলেন মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক
০৬ মে ২০২৪, ১৩:৪০
শেয়ার :
সুখবর দিলেন মিষ্টি জান্নাত

একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কিছুদিন আগে নায়িকা জানান, সালমান হয়দারের নতুন সিনেমা ‘দেহ’তে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যার কাজ শুরু হবে খুব শিগগিরই। এর মাঝে জানা গেল, মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমা ‘নক্ষত্র’তেও অভিনয় করবেন তিনি। শুধু তাই নয়, কলকাতার সিনেমায় অভিনয়ের প্রসঙ্গেও কথা চলছে তার। সে কারণে আজ সোমবার সন্ধ্যায় কলকাতায় যাচ্ছেন এই চিত্রনায়িকা।  

মিষ্টি জান্নাত বলেন, ‘হাতে অনেকগুলো ছবির কাজ আছে। আগামী মাস থেকে ছবির কাজ নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকা হবে। মানিক ভাইয়ের সঙ্গে অনেকদিনের পরিচয় হলেও তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। ছবির নাম “নক্ষত্র”, দারুণ একটি গল্প। এর শুটিং শুরু হবে আগামী মাসের ২৫ তারিখ মানিকগঞ্জে। খুব শীঘ্রই ছবি সম্পর্কে সবাইকে জানানো হবে।’


তিনি আরও বলেন, ‘দু’দিন ধরে শরীর ভালো না। গরমে ঠান্ডা লেগে গেছে। গলা ভেঙে গেছে। তারপরও আজ সন্ধ্যায় কলকাতায় যাচ্ছি। নতুন একটি ছবির বিষয়ে কথা বলতে। দু’দিন পর ফেরা হবে। আশা করি, নতুন আরও একটি সুখবর ভক্ত-দর্শকদের দিতে পারব। আপাতত এ সম্পর্কে কিছু বলতে চাই না। আগে সব কিছু চূড়ান্ত হউক, তারপর।’

নায়িক জানান, তার হাতে থাকা কাজগুলোর তালিকায় আছে ‘নক্ষত্র’, ‘দেহ’, ‘আত্মঘাতী’, ‘আর্তনাদ’সহ একাধিক সিনেমার কাজ। পাশাপাশি নতুন আরও কিছু সিনেমার বিষয়ে কথা চলছে।