কয়লাবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
০৬ মে ২০২৪, ১২:৫৮
শেয়ার :
কয়লাবোঝাই ট্রাক উল্টে চালক নিহত

জামালপুরের মাদারগঞ্জে কয়লাবোঝাই ট্রাক উল্টে সাইদুর রহমান (৪০) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারী।

আজ সোমবার সকালে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক সাইদুর রহমান মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মৃত কান্দু ব্যাপারীর ছেলে।

আহত চালকের সহকারী এনামুল হক (১৮) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মন্ডলপাড়া এলাকার শাহ জামালের ছেলে। আহত এনামুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে চালক সাইদুর রহমান ও সহকারী এনামুল হক ঘুঘুমারি এলাকায় ভাই ভাই বিক্সে কয়লা নিয়ে যাচ্ছিলেন। রাতে বৃষ্টি হওয়ার কারণে ইটভাটায় যাওয়ার মাটির রাস্তাটি নরম থাকায় ট্রাক উল্টে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত হন চালকের সহকারী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে চালক সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করেন। আহত এনামুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।