কনসার্টে বোতল ছুড়ে মারার পর কী করলেন সুনিধি

বিনোদন ডেস্ক
০৬ মে ২০২৪, ১১:৩৯
শেয়ার :
কনসার্টে বোতল ছুড়ে মারার পর কী করলেন সুনিধি

বলিউডে অন্যতম জাদুকরী কণ্ঠশিল্পী সুনিধি চৌহান। প্রায় ৩ দশক ধরে সুপারহিট গান উপহার দিয়ে আসছেন তিনি। সম্প্রতি কনসার্ট করতে গিয়ে বোতল ছুড়ে মারার মত অপ্রীতিকর ঘটনা ঘটল জনপ্রিয় বলিউড গায়িকা সুনিধি চৌহানের সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, ভারতের উত্তরখন্ডের দেরাদুনে শো করতে গিয়েছিলেন সুনিধি চৌহান। তার গানের ছন্দে দুলছিল গোটা কনসার্ট। ভক্তরা ছিলেন মাতোয়ারা। ঠিক এ সময় এক বেরসিক দর্শক গায়িকাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারেন। এতে কয়েক মুহূর্ত থমকে গেলেও পরিস্থিতি সহজেই সামলে নেন এই গায়িকা।

তবে সুনিধি চৌহান গাইতে গাইতে এক সময় দর্শকদের প্রশ্ন করেন ,‘এখানে কি হচ্ছে এসব! বোতল ছুড়ছেন কেন? কি হবে বোতল ছুড়ে? তাই না? শো-ই বন্ধ হয়ে যাবে৷ সেটাই চান আপনারা?’ দর্শকমহল থেকে সম্মিলিত কণ্ঠস্বর চিৎকার করে ওঠে,‘না!’ তারপর আবার গান শুরু করেন তিনি৷ 

এরইমধ্যে ওই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা মেতেছেন নিন্দায়। একজন প্রতিবাদ করে লিখেছেন, একজন শিল্পীর দিকে এভাবে পানির বোতল ছোড়ার ঘটনা, এমন ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে শিল্পীর কঠিন পরিশ্রম ও প্রতিভাকে অসম্মান করা হয়। যদি তাদের কাজের প্রশংসা করতেই হয় তাহলে সম্মান দিতে শিখুন।

উল্লেখ্য, সুনিধির বয়স যখন চার তখন থেকে কনসার্ট মাতাচ্ছেন। পরে অসংখ্য জনপ্রিয় গান দিয়ে বুঁদ করেছেন বলিউড। কখনও এ ধরনের অভিজ্ঞতা হয়নি। এবারই প্রথম এমন ঘটনা ঘটল।