মিয়ানমারের আরও ৮৮ সীমান্তরক্ষী অস্ত্র নিয়ে বাংলাদেশে
মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ৮৮ সদস্য অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আজ রবিবার ভোরে টেকনাফ সীমান্তের নাফ নদ হয়ে সাবরাং এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান বলেন, অনুপ্রবেশকারীদের নিরস্ত্র করে তাদেরকে বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ৩টি কাঠের ট্রলারে করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় কোস্টগার্ড তাদের হেফাজতে নেয়। এ সময় স্থানীয় লোকজন তাদের নেওয়ার সময় দেখতে পান।
কোস্টগার্ডের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশে আসা বিজিপি সদস্যদের নিরস্ত্রীকরণ করে খাবার ওষুধ এবং অন্যান্য সহায়তা দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শনিবার মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৪০ বিজিপি সদস্য। গত দুই দিনে প্রাণের ভয়ে নাফ নদ পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২৮ জন বিজিপি সদস্যকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও সেনা সদস্যকে নিজ দেশে ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, সেনা ও কোস্টগার্ড সদস্যদের নিজ দেশে দেশে ফেরত পাঠায় বাংলাদেশ।