সিলেটে ফের বন্যার আশঙ্কা

সিলেট ব্যুরো
০৫ মে ২০২৪, ১৯:৩৬
শেয়ার :
সিলেটে ফের বন্যার আশঙ্কা

প্রচণ্ড তাপপ্রবাহে যখন পুড়ছে রাজধানীসহ দেশের উত্তরাঞ্চল। এই সময়ে সিলেটে প্রতিদিন হচ্ছে বৃষ্টি। এরই মধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে সিলেটের নদ-নদীর পানি। তাই বর্ষায় এ বছর বড় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।  

এর আগে ২০২২ সালে দু’দফা ভয়াবহ বন্যার কবলে পড়েছিল সিলেট বিভাগ। ৭২ শতাংশ এলাকা প্লাবিত হওয়া ওই বন্যায় বিভাগ জুড়ে ৮২ জনের মৃত্যু হয়। বিধ্বস্ত হয় বিপুল সংখ্যক ঘরবাড়ি। প্রায় সব সড়কই ক্ষতিগ্রস্ত হয় ওই বন্যায়। ভারতের মেঘালয়ে পাহাড় থেকে নেমে আসা ঢল ও দেশের আকাশে তৈরি হওয়া বৃষ্টিবলয় আবারও বন্যার আশঙ্কা জাগাচ্ছে সিলেট অঞ্চলে।

সিলেটের নদ-নদীগুলো এখন ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে টুইটুম্বুর। সিলেটে ভারী বৃষ্টিপাত না হলেও চলতি মাসের প্রথম সপ্তাহে অঞ্চলের প্রধান নদীর সুরমার পানি অন্তত দুটি পয়েন্টে বিপৎসীমা ছুঁয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ রাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উজানে বৃষ্টির কারণে পাহাড়ি ঢল অব্যাহত রয়েছে। ’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘দেশে এ মাসে ৩-৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। উজানে ভারী বৃষ্টির ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চালের নদীগুলোর পানির সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, অব্যাহত পাহাড়ি ঢলের মধ্যেই ৫ থেকে ১৫ এপ্রিল এই ১০ দিন শক্তিশালী বৃষ্টিবলয়ের মধ্যে প্রবেশ করছে সিলেট। তীব্র বজ্রপাত, কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে তারা। 

বিডব্লিউওটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, ‘বৃষ্টিবলয়ের অবস্থানকালীন ১০ দিনে সিলেট বিভাগেই সর্বোচ্চ ১৭৫ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সত্যি করে সিলেটে গত শনিবার রাতভর বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল বজ্রপাত ও ঝড়ো হাওয়া। আজ রবিবার দুপুরে ঘণ্টা দুয়েক সূর্যের মুখ দেখা গেলেও দিনের বাকিসময় ঘনমেঘে ঢাকা ছিল আকাশ। ’