রংপুর থেকে কমদামে ফেনসিডিল কিনে গাজীপুরে করতেন বিক্রি
গাজীপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৮২ বোতল ফেনসিডিল পাচারকালে মো. নুর আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম জানিয়েছেন, রংপুর থেকে কমদামে ফেনসিডিল কিনে তিনি গাজীপুর বিক্রি করতেন।
আজ রবিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তার মো. নূর আলম (৪০) রংপুরের পরশুরাম থানার চিলারঝাড় এলাকার নয়া মিয়ার ছেলে।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে- ড্রামের ভেতরে নলজানী এলাকায় ‘রেইনবো পার্সেল সার্ভিস’ লিমিটেড নামের একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান আসছে। এরপর গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ওই কুরিয়ার সার্ভিস অফিস চত্বরে অবস্থান নেয়। গতকাল শনিবার দুপুরে ওই কুরিয়ার সার্ভিস অফিস থেকে গ্রিজের ড্রাম হিসেবে ডেলিভারি করে নেওয়ার সময় কুরিয়ার অফিসের চত্বর থেকে নূরে আলমসহ ড্রামটি জব্দ করা হয়। পরে ড্রাম খুলে কাঠের গুড়ার মধ্যে লুকিয়ে রাখা ২৮২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নূর আলম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুর থেকে অল্প দামে ফেনসিডিল ক্রয় করে গাজীপুরে বেশি দামে তার পরিচিত কয়েকজনের মাধ্যমে বিক্রি করে থাকে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে। জব্দকৃত ফেনসিডিলের মূল্য প্রায় ৮ লাখ ৮৬ হাজার টাকা।
পুলিশ ২৮২ বোতল ফেনসিডিল ছাড়াও একটি সিম্ফনি মোবাইল ফোন এবং রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিমিটেড'র বুকিং রশিদ জব্দ করেছে।