অবশেষে সিনেমা হলে আসছে ‘ফাতিমা’
নির্মাতা মঈন হাসান ধ্রুব বেশ কয়েক বছর আগে নির্মাণ করেন সিনেমা ‘দাহকাল’। পরবর্তীতে সেই নাম বদলে যায়, রাখা হয় ‘ফাতিমা’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুধু তাই না, এতে অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাইও।
‘ফাতিমা’র নির্মাণকাজ শেষ হয়েছে ২০১৯ সালের দিকে। এরপর বিভিন্ন উৎসবে প্রদর্শিত হয়েছে এটি। চলতি বছর ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমায় অভিনয়ের জন্য ‘ক্রিস্টাল সিমোর্গ’ অ্যাওয়ার্ডও জিতেছেন ফারিণ। বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর অবেশেষে ‘ফাতিমা’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আগামী ২৪ মে দেশের হলগুলোতে দেখা যাবে এটি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমার মুক্তিকে সামনে রেখে গতকাল শনিবার সন্ধ্যায় এক হয়েছিলেন ‘ফাতিমা’র অভিনয়শিল্পী আর কলাকুশলীরা। আড্ডায় শিল্পীরা তুলে ধরেন সিনেমার নানা প্রসঙ্গ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এ সময় ফারিণ বলেন, ‘কাজটি আমার ভীষণ প্রিয়। কারণ এটি ছিল আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। মুক্তি পায়নি বলে সেটি আর হয়নি। তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে “ফাতিমা” প্রশংসিত হয়েছে। এবার দেশের দর্শকের মন জয় করবে এটি। সবাইকে হলে গিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’