যাত্রাবিরতির দাবিতে ট্রেনের গতিরোধ করে মানববন্ধন
ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের যাত্রারিবতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
আজ ররিবার ভোর ৫টা ১৫ মিনিটে ফরিদপুর রেলস্টেশনে এ কর্মসূচি শুরু হয়। পরে ৫টা ৪০ মিনিটে ট্রেনটি ফরিদপুর পৌঁছালে বিক্ষুব্ধরা ট্রেনটির গতিরোধ করেন। এ সময় তারা ফুল দিয়ে ট্রেনের চালক, পরিচালকসহ অন্যদের শুভেচ্ছা জানান।
বিক্ষোভের মুখে প্রায় ১০ মিনিট ট্রেনটি সেখানে থেমে থাকে। পরে মানববন্ধনকারীরা সরে গেলে ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ফরিদপুর ত্যাগ করে।
রেল যোগাযোগ চালু করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের সাফল্যের আরেকটি নতুন অধ্যায় দুটি কমিউটার ট্রেন চালু। তবে, ট্রেনটি ফরিদপুরের উপর দিয়ে গেলেও এখানের রেলস্টেশনে কোনো স্টপেজ রাখা হয়নি। এতে ফরিদপুরের যাত্রীরা ঢাকার সাথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। অনতিবিলম্বে ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবি করেন তারা।
রেলওয়ে সূত্র জানায়, রাজধানী ঢাকার সাথে যোগাযোগব্যবস্থা সহজ করতে রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা পথে আজ থেকে বাণিজ্যিকভাবে নতুন করে এক জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।