আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৫ মে ২০২৪, ০৮:৫৪
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি:

সকাল ১০টায় ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত ‘এএফআইপি ভবন’ এবং ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুর সাড়ে ১২টায় গণভবনে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ ২০২৪-এর প্রতিনিধিদলের সঙ্গে ট্রপিসহ আলোকচিত্র ধারণ।

এ ছাড়া বিকেল ৫টায় সংসদ অধিবেশনে যোগদান।

সেতুমন্ত্রীর কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

স্বাস্থ্যমন্ত্রীর কর্মসূচি: 

বেলা সাড়ে ১১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে ‘তাপ-সম্পর্কিত অসুস্থতার ওপর জাতীয় নির্দেশিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

এ ছাড়া দুপুর ১টায় সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘তাপপ্রবাহ থেকে সুরক্ষা নির্দেশিকা’ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন স্বাস্থ্যমন্ত্রী।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর কর্মসূচি:

বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রী রঘু রাই-এর ‘রাইজ অব আ নেশন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:

বিকেল ৩টায় সচিবালয়ে নিজ দপ্তরে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাৎ।

সিপিডির কর্মসূচি:

সকাল ১০টায় লেকশোর হোটেলের লা ভিটা হলে সেন্টার ফর পিলিসি ডায়ালগ (সিপিডি)-এর উদ্যোগে ‘নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করবেন সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।