বলিউডে বাংলাদেশের যত কণ্ঠশিল্পী
বলিউড সিনেমায় হিন্দি গান গেয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পী। যে গানগুলো শ্রোতার হৃদয়ে আজও গেঁথে আছে। কাঁটাতার পেরিয়ে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা প্রথম বলিউডের সিনেমায় কণ্ঠ দেন ১৯৭৬ সালে। বিখ্যাত সংগীতপরিচালক কল্যাণজি-আনন্দজির সুরে ‘এক সে বাড়কার এক’ সিনেমার আইটেম গানে প্রথম কণ্ঠ দেন রুনা লায়লা। এরপর তিনি ভূপিন্দর সিংয়ের সঙ্গে ‘ঘরোন্দা’ ছবিতে ‘দো দিওয়ানে শেহের মে’ গান করেন। মোহম্মদ রফির সঙ্গে ‘জান-ই-বাহার’ সিনেমার রুনার গাওয়া ‘মার গায়ো রে’ গানটি বেশ আলোচিত হয়। এ ছাড়াও রুনা বলিউডে ‘ও মেরা বাবু ছেলছাবিলা মে তো নাচুঙ্গি’, ‘সাপনো কা মান্দির’, ‘অ্যায় দিলওয়ালে আও’ ও ‘কাহো সাখি কাহো’ গেয়েছেন। প্লেব্যাক সম্র্রাট এন্ড্রূ কিশোর আরডি বর্মণের সুরে ১৯৮৬ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত প্রমোদ চক্রবর্তীর পরিচালনায় ‘শত্রু’ সিনেমায় গান করেন। গীতিকার মাজরু সুলতানপুরির লেখা ‘সুরেজ চান্দা’, ‘মে তেরি বিসমিল হু’ গান দুটি মুগ্ধ করেছিল শ্রোতাদের। সংগীতশিল্পী মিতালী মুখার্জি ১৯৮৭ সালে হিন্দি সিনেমায় গান করেন। বাপ্পী লাহিড়ীর সুরে রাজ সিপ্পির পরিচালনায় ‘সত্যমে জয়তে’ ছবিতে ‘তু জান সে পেয়ারা হ্যায়’ প্লেব্যাকটি করেন তিনি।
এরপর বলিউড মাতান রকস্টার মাহফুজ আনাম জেমস। ২০০৫ সালে বলিউড সুরকার প্রীতমের সুরে অনুরাগ বসুর পরিচালনায় ‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ভিগি ভিগি রাতে’ গানে প্রথম কণ্ঠ দেন। গানটি শ্রোতাদের মাঝে ঝড় তোলে। এরপর একে একে তার কণ্ঠে ২০০৬ সালে ‘ও লামহে’ ও ২০০৭ সালে ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমায় ‘আলবিদা’, ‘রিশতে’ ও ‘চাল চালে আপনে ঘার’ গানের মাধ্যমে এই উপমহাদেশ কাঁপিয়ে তোলেন। সর্বশেষ ২০১৩ সালে ‘ওয়ার্নিং’ ছবির ‘বেবাসি’ গানও শ্রোতাদের পছন্দের তালিকায়।
এ বছর ১৮ এপ্রিল বলিউডের ‘চালচিত্রা’ সিনেমার একটি গানে কণ্ঠ দেন মৌমিতা বড়ুয়া। সিনেমাটি পরিচালনা করেছেন আলী জুলফিকার জাহেদী।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এবার বলিউডের সিনেমায় আত্মপ্রকাশ হতে যাচ্ছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের। এমন খবর ভক্তদের জানিয়েছেন আসিফ নিজেই। তিনি বলেন, ‘মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি।’ এমন সুখবরে আসিফ ভক্ত ও শুভাকাক্সক্ষীরা তাকে শুভ কামনা জানিয়েছেন। আসিফ তার গানের বিষয়ে বিস্তারিত এখনই জানাননি। সপ্তাহ খানেকের মতো থেকে মুম্বাই থেকে শুক্রবার দেশে ফিরেছেন এ গায়ক। গান সম্পর্কে বিস্তারিত এখনই তিনি কিছু বলতে চাচ্ছেন না। তবে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের স্টুডিওতে গান রেকর্ডের পর অভিজ্ঞতা শেয়ার করেন আসিফ।
আসিফ আকবর ভারতের শিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও গান করেছেন। প্রকাশ হবে শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গান। এ ছাড়া তিনি কণ্ঠ দিয়েছেন অনুরাধা পাড়োয়ালের সঙ্গেও। আসিফ আকবর ঢালিউড ছাপিয়ে বলিউডেও তার গান ছড়িয়ে পড়ুক, এমনই প্রত্যাশা ভক্তদের।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল