বর্তমান সরকার ভারত দ্বারা নিয়ন্ত্রিত: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৪, ২২:৫৩
শেয়ার :
বর্তমান সরকার ভারত দ্বারা নিয়ন্ত্রিত: অলি আহমদ

বর্তমান সরকার ভারত দ্বারা নিয়ন্ত্রিত, বলে মন্তব্য করেছেন এলডিপি’র প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। আজ শনিবার রাজধানীর তেজগাঁও এলাকায় এলডিপির কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্প্রতি স্বীকার করেছেন তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছে। এখন দেখা যাচ্ছে, এই সরকার বিদেশিদের ওপর নির্ভরশীল। বিশেষ করে ২০০৮ সাল থেকে ভারত সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে। দেশ স্বাধীন হলেও বর্তমান সরকার স্বাধীন না। বর্তমান সরকার ভারত দ্বারা নিয়ন্ত্রিত। স্বাধীন দেশ, বাংলাদেশের জনগণের চাওয়া অনুযায়ী স্বাধীনভাবে দেশ চালাতে হবে।’

তিনি বলেন, ‘বিশ্বের এয়ারলাইনসমূহের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। এই সংস্থার পাওনা দাঁড়িয়েছে ৩২ কোটি ৩০ লাখ ডলার।’ তা পরিশোধ না করলে বাংলাদেশে আন্তর্জাতিক বিমানগুলো নামবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অলি।

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক দুরবস্থার চিত্র তুলে ধরে এলডিপির প্রেসিডেন্ট বলেন, ‘যুব সমাজকে এবং দেশের সর্বস্তরের জনগণকে আবেদন করব দেশকে এই অসহনীয় অবস্থা থেকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করুন। অন্যথায় দেশের অবস্থা আরও ভয়াবহ হতে পারে।’