রিকশা থেকে নামিয়ে গৃহবধূকে পিটিয়ে জখম
ভোলার চরফ্যাশনে জমি নিয়ে বিরোধের জেরে রিকশা থেকে নামিয়ে মিনারা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূ জানান, তার বাবা এছহাক মেম্বার মৃত্যুর পর রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তি গত ১০ বছর ধরে জোরপূর্বক দখলে রাখেছেন তার বড় ভাই আবুল কাশেম, আবুল বশার ও ভাতিজা নাঈম। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য হত্যার উদ্দেশ্যে রিকশা থেকে নামিয়ে গৃহবধূর ওপর হামলা করেন তারা। তাদের হামলায় গুরুতর জখম হলে গৃহবধূর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এই ঘটনার পর অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ভুক্তভোগী গৃহবধূকে থানায় আনা হলে আমরা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেই। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।