চট্টগ্রামে যমুনা ইলেকট্রনিক্সের ১৩টি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
বন্দর নগরী চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারিতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ শো রুম উদ্বোধন করেছেন যমুনার ব্র্যান্ড এম্বেসেডর, জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আজ শনিবার সকালে চট্টগ্রামের ডিলার ‘হক ইলেকট্রনিক্স’ -এর শোরুম উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে দেশসেরা যমুনার পণ্য।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুরে নগরীর পেনিনসুলায় হোটেলে চট্টগ্রাম অঞ্চলের ডিলার ও ব্যবসায়ী পার্টনারদের নিয়ে অনুষ্ঠিত হয় যমুনা বিজনেস মিট। জাঁকমজমপূর্ণ এ অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে ১৩টি শোরুম উদ্বোধন এবং যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের নতুন যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রত্যেকের সাথে একত্রিত হতে পেরেছি। আপনাদের সফলতার জন্য আমরা আছি এবং থাকব। আপনারা এগিয়ে যান।
গেস্ট অব অনার চট্টগ্রাম চেম্বারের সভাপতি ওমর হাজ্জাজ বলেন, একাত্তরের পরে দেশের অর্থনৈতিক সংগ্রামে ভূমিকা রেখেছে যমুনা গ্রুপ তথা এর কর্ণধার নুরুল ইসলাম বাবুল। তিনি আমাদের আইকন। বাংলাদেশ এখন যেভাবে উন্নয়নের পথে আগাচ্ছে তা সফল করতে হলে বিনিয়োগ প্রয়োজন। এক সময় আমরা দেশের জনসংখ্যাকে বোঝা মনে করতাম। কিন্তু ১৮ কোটি মানুষ বাংলাদেশের সম্পদ। কারণ শিল্প গোষ্ঠীগুলো এই অভ্যন্তরীণ বাজারকে ভিত্তি ধরে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। আশা করি ভবিষ্যতে যমুনা গ্রুপ ইন্টারন্যাশনাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হবে। সামনে বিশ্বের নানা দেশে যমুনা গ্রুপকে দেখতে পাব।
যমুনা ইলেক্ট্রনিক্সের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, আমরা ব্যবসার পরিসর বাড়াচ্ছি। উত্তরবঙ্গে এখন আমরা মার্কেট লিডিং। সামনে চট্টগ্রামেও হবে। আজ থেকে এই যাত্রা শুরু হলো। আপনারা ব্যবসাই শুধু করবেন না ভবিষ্যতেও আপনাদের জন্য এটা সহায়ক হবে।
ডিরেক্টর (মার্কেটিং) সেলিম উল্লা সেলিম বলেন, বিক্রয় ও বিপণন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। ডিলার বা পার্টনাররাই আমাদের আলটিমেট বায়ার। মার্কেটিং আসলেই রিলেশনের উপর নির্ভরশীল। আপনাদের সন্তুষ্টির জন্য সব রকম সাপোর্ট আমরা দিব। আফটার সেল সার্ভিস ইলেকট্রনিক্স পণ্যের জন্য খুব জরুরি। সারাদেশে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতা তার কাঙ্ক্ষিত সেবা পাবেন। চট্টগ্রাম অঞ্চলে আমাদের সব উদ্যোগ আপনাদের সাথে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব।
জিএম (সার্ভিস) মো. মুজাহিদুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টার মধ্যে সার্ভিস প্রদানের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম থেকে নতুন যাত্রা শুরু করছি আমরা। সবার সম্মিলিত প্রয়াসে সাফল্য আসবেই। ৬৪ জেলায় সার্ভিস পয়েন্ট হবে, কল সেন্টার সেবা থাকবে। অ্যাপস, ওয়েবসাইট এবং মোবাইলে টেক্সট করেও গ্রাহক তার অভিযোগ দিতে পারবেন। সারাদেশকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। চট্টগ্রামের ৫ জেলায় ট্রান্সপোর্টেশন সিস্টেমও করতে চাই। চট্টগ্রাম সার্ভিস পয়েন্ট নতুনভাবে সাজানো হচ্ছে। হোম সার্ভিসকে অগ্রাধিকার দিচ্ছি।
ডিজিএম (সেলস) মাকসুদুর রহমান বলেন, কাস্টমার যে ধরণের পণ্য চায় সেরকম সব পণ্য আমরা বাজারে আনতে পেরেছি। একবার সার্ভিসিং এর পর যদি দ্বিতীয় বার সার্ভিসিং করতে হয় তখন নতুন পণ্য রিপ্লেস করা হবে।
অনুষ্ঠানে ডিলার হক ইলেক্ট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক বলেন, যমুনা গ্রুপের সঙ্গে আমাদের পথচলায় সামনের দিনগুলো আরও সমৃদ্ধশালী হবে। পারস্পরিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে ব্যবসায় অগ্রগতি ত্বরান্বিত হবে।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস এর এজিএম (ব্র্যান্ড ডেভেলপমেন্ট) রুহুল কে. সাগর।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭৪ সালে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের গোড়াপত্তন করেন। বর্তমানে ৪৬টি ব্যবসা প্রতিষ্ঠান আছে এই শিল্প গোষ্ঠীর অধীনে।
পরে চিত্রনায়িকা শবনম বুবলী ও অন্যান্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।