কোথায়, কেমন আছেন রিংকু
দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন ক্লোজআপ ওয়ান’খ্যাত সংগীতশিল্পী মশিউর রহমান রিংকু। পরপর চারবার স্ট্রোক করেছেন তিনি। সবশেষ ২০২০ সালে দু’বার স্ট্রোক হওয়ায় তার শরীরের বাঁ পাশ অবশ হয়ে গেছে। এরপর থেকেই গান থেকে দূরে আছেন তিনি। থাকছেন গ্রামে।
জানা গেছে, বর্তমানে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বড় সাওতায় বসবাস করছেন রিংকু। আগের চেয়ে এখন কিছুটা সুস্থ। তবে তার হাঁটাচলা এখনও স্বাভাবিক না। স্থানীয় এলাকাবাসীদের অনেকেই জানিয়েছেন, যদি এই শিল্পীকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো যেত, তাহলে তিনি সুস্থ হয়ে উঠতেন।
এদিকে, রিংকুর মনও পড়ে আছে গানের ভুবনে। কবে নতুন গান আর মাইক্রোফোন হাতে স্টেজে উঠবেন সেই অপেক্ষায়। এই গায়কের কথায়, ‘একটা সময় স্টেজ মাতিয়েছি। নতুন নতুন গান করেছি। কিন্তু এখন সব বন্ধ। আমাকে অনেকেই ডাকেন গানের জন্য। কিন্তু এ অবস্থায় গাইতে পারি না, তাই যাই না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
রিংকু আরও বলেন, ‘আমি যে গানগুলো গেয়েছি, আমার কণ্ঠের গান যারা পছন্দ করেন- তারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগের মতো গাইতে পারি। কিন্তু আগের মতো গাওয়া সম্ভব নয়, তারপরও চেষ্টা করব।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অসুস্থতার কারণে গানের ভুবন থেকে দূরে আছেন রিংকু। ২০১৬ সালে ইতালিতে শো করার সময় প্রথমবার স্ট্রোক করেন তিনি। এরপর দেশে এসে চিকিৎসা নিয়ে গানে ফিরেছিলেন। কিন্তু ২০১৮ সালে আবারও স্ট্রোক করেন। এরপর ২০২০ সালে পরপর দু’বার স্ট্রোক করেন এই সংগীতশিল্পী।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
উল্লেখ্য, ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান সংগীত প্রতিযোগিতার মাধ্যমে সবার নজর কাড়েন রিংকু। জায়গা করে নেন সেরা পাঁচে। তার কণ্ঠে লোকগান ও বাউলগান ব্যাপক জনপ্রিয়তা পায় শ্রোতামহলে।