বিজিপির আরও ৪০ সদস্য পালিয়ে বাংলাদেশে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ মে ২০২৪, ১৪:৪৩
শেয়ার :
বিজিপির আরও ৪০ সদস্য পালিয়ে বাংলাদেশে

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নাফ নদ জলসীমার তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্র নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ৪০ সদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকাল পর্যন্ত কক্সবাজারের টেকনাফ নাফ নদ সীমান্তের সাবরাংয়ের আচার বুনিয়া ও নাজিরপাড়া সীমান্ত দিয়ে তারা অস্ত্র-গোলাবারুদসহ বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাইনুল কবির বলেন, ‘মিয়ানমারের সংঘাত অব্যাহত রয়েছে। এর জের ধরে টেকনাফের নাফ নদ দিয়ে পালিয়ে এসে কক্সবাজারের টেকনাফে ঢুকে পড়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যরা। সংখ্যাটা আরও বাড়তে পারে। আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবি হেফজাতে নিয়েছে। এরপর বাসে তাদের উপজেলের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়।’

গতকাল শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত নাফ নদের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মংডু শহরের আশেপাশে কয়েকটি এলাকায় দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক মর্টার শেল ও গুলির শব্দ শুনতে পায় বাংলাদেশের বাসিন্দারা।

টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা মো. ফারুক বলেন, ‘গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত আবারও থেমে থেমে মিয়ানমারে ভারী মর্টার শেলে ও গুলির শব্দ শোনা যাচ্ছে। কারণ আমার বাড়ি সীমান্তে বেড়িবাঁধের পাশে। তাই শব্দ শুনতে পাই।’

সবশেষ গত ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া ২৮৮ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যদের ফেরত পাঠায় বাংলাদেশ। এর আগে, আশ্রয় নেওয়া ৩৩০ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে গত ১৫ ফেব্রুয়ারি স্বদেশে ফেরত পাঠায় বাংলাদেশ।