কারখানা বন্ধের প্রতিবাদে বনানীতে সড়ক অবরোধ
রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। কারখানা বন্ধের প্রতিবাদে সড়কে নেমে বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অবরোধে এ সময় বিজয় সরণি থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা।
বনানী থানার ওসি কাজী সাহান হক গণমাধ্যমকে বলেন, ‘নেপারেল গার্মেন্টস লিমিটেড নামে একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। সকাল সাড়ে ৮টা থেকে সৈনিক ক্লাবের সামনের সড়ক অবরোধ করেন তারা।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ওসি আরও বলেন, ‘পোশাক কারখানাটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করবেন।’
এদিকে রাজধানীর ব্যস্ততম এই সড়কটিতে শ্রমিকদের অবস্থান নেওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে যারা বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়েছেন তারা বেশি ভোগান্তিতে পড়েছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?