পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে জখম

রাজবাড়ী প্রতিনিধি
০৩ মে ২০২৪, ১৯:৩৭
শেয়ার :
পত্রিকা বিক্রেতাকে কুপিয়ে জখম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে বাবর আলী (৬৫) নামের এক পত্রিকা বিক্রেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। তাকে গুরুতর আহত অবস্থায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের জমিতে গেলে এ ঘটনা ঘটে। আহত বাবর আলী বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের আহেদ আলীর ছেলে এবং পেশায় পত্রিকা বিক্রেতা।

হাসপাতালে চিকিৎসাধীন বাবর আলী জানান, তার নিজস্ব জমি নিয়ে আদালতে ১৪৪ ধারার মামলা রয়েছে। বিকেলে ওই জমি দেখতে গেলে নওশের আলী মল্লিকের নেতৃত্বে ৫-৬ জন তার ওপর হামলা করেন। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।