ক্যারিয়ার ফেস্টে এভারেস্ট জয়ের গল্প শোনালেন মুহিত
‘শানিত মেধার উপযুক্ত পরিচর্যা’ -এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর আয়োজনে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফেস্টের উদ্বোধন করে দুবারের এভারেস্ট জয়ী একমাত্র বাংলাদেশি এম. এ মুহিত।
ক্যারিয়ার ক্লাবের সভাপতি ইসরাইল হুসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুহম্মদ আলী চৌধুরী, নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম প্রমুখ।
পরে শিক্ষার্থীদের এভারেস্ট জয়ের গল্প শোনান এম. এ মুহিত। এছাড়া অনুষ্ঠানে নিজেকে উপস্থাপন প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক, লিখিত প্রতিযোগিতা, তরুণ প্রজন্মের ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার, সাইবার বুলিং রোধে সেমিনার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে।
আগামীকাল শনিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে এ ফেস্ট শেষ হবে। এবার ক্যারিয়ার ফেস্টে জেলার পাঁচ উপজেলা থেকে ৯৫৭ জন শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশ নিয়েছে।