ছাতা বিতরণ করলেন ডিএনসিসি মেয়র আতিকুল
দাবদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ছাতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় প্রতি রিকশাচালকদের রিকশাতে স্থাপন যোগ্য একটি ছাতা, পানির বোতল ও ১২ প্যাকেট করে খাবার স্যালাইন দেন ডিএনসিসি মেয়র।
আতিকুল ইসলাম বলেন, ‘দিন দিন দাবদাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বের হতে হয় তাদের কষ্ট বেড়ে যায়। সীমিত আয়ের মানুষ যারা রয়েছে বিশেষ করে রিকশাচালক, তাদের কষ্ট আরও বেশি হয়। তারা যাতে অন্তত ছাতার ছায়াতে থাকতে পারে, এ জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে ছাতা প্রদান করা হচ্ছে।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘সিটি করপোরেশনে যতগুলো নিবন্ধিত রিকশা রয়েছে, এর সব চালককে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেওয়া হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের। এর ফলে এটি সহজে বহনযোগ্য এবং প্রয়োজনমতো স্যালাইন গুলিয়ে খেতে পারবে।’
এর আগে, ৪ নম্বর সেক্টর পার্কে সংস্কার কাজ সমাপ্ত করে ওয়াকওয়ে উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ছিদ্দিকুর রহমান সরকার, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফছার উদ্দিন খান প্রমুখ
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?