যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ: বিভিন্ন ক্যাম্পাস থেকে গ্রেপ্তার ২০০০

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মে ২০২৪, ১২:২৮
শেয়ার :
যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ: বিভিন্ন ক্যাম্পাস থেকে গ্রেপ্তার ২০০০

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে চলছে আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস থেকে ২ হাজারেরও বেশে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ – এবং গ্রেফতার – দেশের প্রায় প্রতিটি প্রান্তে হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া (ইউসিএলএ) সবচেয়ে বেশি নজর কেড়েছে। সেখানে বৃহস্পতিবার সকাল থেকে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের দিকে ধেয়ে আসে। শত শত বিক্ষোভকারী মানব বন্ধন সৃষ্টি করে ইউসিএলএ ক্যাম্পাস থেকে চলে যাবার আদেশ উপেক্ষা করে। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড বা ‘ফ্ল্যাশ-ব্যাং’ ব্যবহার করে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর থেকে দেওয়া তথ্য উদ্ধৃত করে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রলের সার্জেন্ট আলেহান্দ্রো রুবিও বলেন, অন্ষে ২০০জন কে গ্রেপ্তার করা হয়েছে। রুবিও জানান, তাদের লস অ্যাঞ্জেলেস শহরে জেলখানায় আটক রাখা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে পরের দিকে, শ্রমিকরা ব্যারিকেড এবং বিক্ষোভকারীদের তাঁবু শিবির ভেঙ্গে ফেলে। বুলডোজার দিয়ে তাঁবু এবং আবর্জনা তুলে ফেলা হয়। বিশ্ববিদ্যালয়ের কিছু ভবন গ্রাফিতি দিয়ে ভরে ফেলা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

শুরু থেকেই এই সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবচেয়ে সক্রিয় ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। গত মাসের শুরুর দিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প উচ্ছেদ করার পর থেকে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে।