আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৩ মে ২০২৪, ০৮:৪৩
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

ধর্মমন্ত্রীর কর্মসূচি:

কাকরাইলে আর্চবিশপ হাউজে বিকেল ৪টায় সহকারী বিশপের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ওবায়দুল কাদেরের কর্মসূচি:

বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিএনপির কর্মসূচি:

সকাল সাড়ে ১০টায় তুরাগ থানা বিএনপির উদ্যোগে দাবদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। উত্তরা ১০ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে ৪৬ নম্বর বাসায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মেয়র আতিকুলের কর্মসূচি:

সকাল ৯টায় উত্তরা ৪ নম্বর সেক্টরে কল্যাণ সমিতি মাঠে রিকশা চালকদের মাঝে বিনামূল্যে ছাতা ও খাবার স্যালাইন বিতরণ করবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

র‌্যাবের কর্মসূচি:

নারায়ণগঞ্জে আনোয়ার হোসেন খান নামে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতাসহ ৭ জনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-৩। এ বিষয়ে বেলা ১১টায় কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন র‍্যাব ৩- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।