হিট স্ট্রোকে আটোরিকশায় বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
০২ মে ২০২৪, ১৮:৩৪
শেয়ার :
হিট স্ট্রোকে আটোরিকশায় বৃদ্ধের মৃত্যু

নেত্রকোণার মদনে তীব্র তাপদাহে হিট স্ট্রোকে আব্দুস সাত্তার (৭২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মদন বাজার মুক্তিযোদ্ধা মোড়ে অটোরিকশায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার পরশখিলা ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সাত্তার উপজেলার দেওয়ান বাজার সপ্তাহিক হাটে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য আসেন। কেনাকাটা শেষে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে মদন বাজার মুক্তিযোদ্ধা চৌরাস্তা মোড় এলাকায় আসলে তীব্র তাপদাহে জ্ঞান হারিয়ে অটোরিকশার মধ্যে পড়ে যান। মুহূর্তের মধ্যেই আব্দুস সাত্তারের মুখ দিয়ে লালা বের হতে শুরু করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুস সাত্তারের ভাতিজা স্কুল শিক্ষক মো. ওয়াদুদ মিয়া জানান, ‘আমার চাচা সকালে বাড়ি থেকে দেওয়ান বাজারে পারিবারিক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে যান। বাজার করে বাড়ি ফেরার পথে তীব্র তাপদাহে হিট স্ট্রোক করে মারা যান।’